২০২৫ সালে জাতিসংঘ ও বিভিন্ন সূত্রে বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৭৫.৭ মিলিয়ন ধরা হয়েছে। তবে ২০৫০ সালের জনসংখ্যা নির্ধারণ করা কঠিন। কারণ তা নির্ভর করে জন্মহার, মৃত্যুহার, অভিবাসন, জনসংখ্যা গতি ও সামাজিক পরিবর্তনগুলোর ওপর। একটি জনপ্রিয় পূর্বাভাস অনুসারে, ২০৫০ সালে বাংলাদেশের জনসংখ্যা প্রায় ২১৪.৭ মিলিয়ন হবে। ওয়ার্ল্ড ইকোনোমিক্স অনুযায়ী, ২০৫০ সালের দিকে বাংলাদেশের জনসংখ্যা প্রায় ২১৪ মিলিয়নের দিকে যেতে পারে। ইউএনএফপিএ বলেছে, যদি বর্তমান প্রবণতা বজায় থাকে, তাহলে বাংলাদেশের জনসংখ্যা ২০৫৩ সালে শীর্ষে পৌঁছতে পারে। জনসংখ্যার বৃদ্ধির ধীরগতি এবং সমীকরণগত সীমাবদ্ধতা বিবেচনায় অনেক বিশ্লেষক মনে করেন, ২০৫০ সালের জনসংখ্যা একাধিক ‘উচ্চ-স্বল্পতার’ মডেলের বাইরে সম্ভাব্য নয়। জন্মহার:বাংলাদেশে জন্মহার গত কয়েক দশকে ক্রমহ্রাস পাচ্ছে। যদি জন্মহার দ্রুত নেমে আসে (পুরুষ-নারী গড়ে দুই বা এর কম সন্তান), তাহলে জনসংখ্যা বৃদ্ধির গতি ধীরে যেতে পারে।...