নেত্রকোনা:নেত্রকোনায় সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় চার কলেজের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠান চারটি হলো কেন্দু্য়া উপজেলার গোপালপুর মডেল কলেজ ও জনতা আদর্শ কলেজ, সদর উপজেলার ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোক সংস্থা, পূর্বধলা উপজেলায় জোবাইদা জহোরা উদ্দিন সরকার মহিলা কলেজ।আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলের প্রাপ্ত তথ্য অনুযায়ী, গোপালপুর মডেল কলেজে ১২ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। জনতা আদর্শ কলেজে ৯ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি, সদর উপজেলার ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোক সংস্থা থেকে ২ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি ও পূর্বধলা উপজেলায় জোবাইদা জহোরা উদ্দিন সরকার মহিলা কলেজ থেকে ৩ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। এই চারটি কলেজ থেকে মোট ২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও সকলেই অকৃতকার্য।শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে,...