অভিনেত্রী জারিন খান সোশ্যাল মিডিয়ায় নোংরামি ও অশ্লীল মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন। ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন, "সবাইকে আমার প্রশ্ন, এমন মন্তব্য কেন আমার প্রতি করা হয়? ‘সার্ভিস পাওয়া যাবে নাকি’, ‘ছেলেরা ঝাঁপিয়ে পড়ো’, ‘বাড়িতে একা’—এই ধরনের মন্তব্য প্রতিটি পোস্টের নিচে আসে।" জারিন আরও যোগ করেন, “আমি আনন্দের...