এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষাবোর্ডের ৪৩টি কলেজ থেকে কেউ পাস করেনি। প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮২। এর আগে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষাবোর্ডে শূন্য পাস কলেজের সংখ্যা ছিল ২০টি। এবার সেই সংখ্যার সঙ্গে যোগ হলো ২৩। এই ৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে নীলফামারী জেলার রয়েছে ১০টি, কুড়িগ্রামের ৯টি, ঠাকুরগাঁওয়ের ৬টি, লালমনিরহাটের ৫টি, দিনাজপুরের ৪টি, রংপুরের ৪টি পঞ্চগড়ের ৩টি ও গাইবান্ধা জেলার ২টি প্রতিষ্ঠান। এইসব প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থী সংখ্যা ১৮২ জন। এমন প্রতিষ্ঠানও রয়েছে যেখান থেকে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে...