ড্রিম গার্ল শব্দটি উচ্চারিত হলেই একটি নাম চোখের সামনে ভেসে ওঠে। কাজল কালো দুটি চোখ, মিষ্টি হাসি আর অপরূপ চেহারার এক প্রতিমা রূপি নারী। তিনি হেমা মালিনী। বলিউডের কিংবদন্তি অভিনেত্রী। ষাট থেকে নব্বই টানা তিন দশক দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি।আজ ১৬ অক্টোবর ড্রিম গার্ল হেমা মালিনীর জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে তিনি তামিলনাডুতে জন্মগ্রহণ করেন। ডিটিইএ মন্দির মর্গে একাদশ শ্রেণিতে পড়া অবস্থায় অভিনয়ের জন্য মুম্বাই চলে আসেন তিনি।বলিউডে আসার পর হেমা মালিনীর প্রথম কাজ পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে। ‘ইন্দু সত্যম’ নামের সেই সিনেমা মুক্তি পায় ১৯৬২ সালে। এরপর তিনি ১৯৬৮ সালে রাজ কাপুরের বিপরীতে ‘স্বপ্ন কা সওদাগর’ সিনেমায় অভিনয় করেন এবং বলিউডের ড্রিম গার্ল হিসেবে পরিচিতি পান।১৯৭০ সালে ‘তুম হাসিন মে জাওয়ান’ সিনেমায় হেমা মালিনী কাজ করেন। এতে তার...