ঢাকা: কাশফুল দেখার জন্য খোঁজ করেন কম বেশি সবাই। শুভ্র কাশ ফুলের সৌন্দর্য বিমোহিত করে সবাইকে। কাশফুল সাধারণত পাহাড় কিংবা গ্রামের কোন উঁচু জায়গায়, জলভূমি, চরাঞ্চল, শুকনো রুক্ষ এলাকা, নদীর ধার ইত্যাদি জায়গায় বেড়ে ওঠে। তবে খাল ও নদী এসব জায়গায় এগুলো বেশি জন্মাতে দেখা যায়।কাশফুল ভালোলাগার বিষয় হলো এর যথাযথ স্থান না চেনায় অনেকেই তাদের কাঙ্খিতো স্থানে যেতে পারেন না। ঢাকার মধ্যেও যে কাশফুলের দেখা মিলতে পারে তা অনেকেরই অজানা। অনেকটা অযত্নেই বেড়ে ওঠে প্রকৃতির অপার বিস্ময়কর এই কাশফুল। যা দেখে আমরা অনেকেই মুগ্ধ হই।মিরপুর ১২ নম্বর ডিওএইচএস এর পাশেই বৃন্দাবন মাঠ আর এখানেই ফুটে রয়েছে শরতের কাশফুল। বর্তমান সময়ে এই স্থানটিতে রয়েছে পর্যটকদের ভিড় সকাল- সন্ধ্যা।সেখানে রয়েছে বিনোদনপ্রেমীদের আনাগোনা। রয়েছে ফুচকা -চটপটি সহ নানা ধরনের স্ট্রিটফুড। মন মাতো...