রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ভোটগণনা শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে, এখন চলছে গণনার প্রস্তুতি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।আরো পড়ুন:রাকসুতে ভোট কারচুপির অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলেররাকসু নির্বাচন: ছবিসহ ভোটার তালিকা দেখতে বাধা দেওয়ার অভিযোগ রাকসুতে ভোট কারচুপির অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের রাকসু নির্বাচন: ছবিসহ ভোটার তালিকা দেখতে বাধা দেওয়ার অভিযোগ তবে ৪টার মধ্যে যারা ভোটকেন্দ্রের আঙিনায় প্রবেশ করেছিলেন, তারা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। সব কেন্দ্রে একজন ভোটার গড়ে ১০ মিনিট সময়ের মধ্যে কোনো রকম বিঘ্ন ছাড়াই ভোট দিতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে। বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ১৭টি কেন্দ্রের ফলাফল গণনা শুরুর কথা...