উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫১ দশমিক ৫৪। এর মধ্যে বোর্ডের সর্বনিম্ন নেত্রকোনা জেলায় পাশের হার ৪৭ দশমিক ৩৯ শতাংশ। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় নেত্রকোনা জেলায় ৪টি কলেজে কেউ পাশ করতে পারেননি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে জেলার কেন্দুয়া উপজেলার গোপালপুর মডেল কলেজ থেকে ১২ জন, জনতা আদর্শ মহাবিদ্যালয় থেকে ৯ জন, সদর উপজেলার ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোক সংস্থা থেকে ২ জন ও পূর্বধলা উপজেলায় জোবাইদা জহোরা উদ্দিন সরকার মহিলা কলেজ থেকে ৩ জন অংশ নেন। এসব কলেজে কেউ পাশ করেননি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫১ দশমিক ৫৪। এর মধ্যে বোর্ডের সর্বনিম্ন নেত্রকোনা জেলায় পাশের হার ৪৭ দশমিক ৩৯ শতাংশ। শিক্ষা...