বলের রঙ সাদা হোক বা লাল, গায়ের পোশাক হোক সাদা বা রঙিন, মার্নাস লাবুশেনের ব্যাটে রানের জোয়ার চলছে সব জায়গায়। ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য ফর্মে থাকা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান করেছেন আরেকটি সেঞ্চুরি। প্রথম শ্রেণির প্রতিযোগিতা শেফিল্ড শিল্ডে বৃহস্পতিবার ১৯৭ বলে ১৫৯ রানের ইনিংস খেলেছেন লাবুশেন। সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে কুইন্সল্যান্ড অধিনায়কের ইনিংসটি গড়া ১৯ চার ও এক ছক্কায়। দুই সংস্করণ মিলিয়ে পাঁচ ইনিংসের মধ্যে তার সেঞ্চুরি হয়ে গেল চারটি! যার দুটি ৫০ ওভারের ম্যাচে, দুটি বড় দৈর্ঘ্যের ক্রিকেটে। এতে অস্ট্রেলিয়ার অ্যাশেজ দলে জায়গা পাওয়ার দাবি আরও জোরাল করলেন ৩১ বছর বয়সী ব্যাটসম্যান। লাবুশেনের এই রান উৎসবের শুরু অস্ট্রেলিয়ার ওয়ানডে কাপের নতুন মৌসুমের শুরুতে ভিক্টোরিয়ার বিপক্ষে ১৩০ রানের ইনিংস দিয়ে। পরের ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ রানে আউট হলেও, শেফিল্ড শিল্ডের প্রথম রাউন্ডে ১৬০...