
১৬ অক্টোবর ২০২৫, ০৪:০২ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০৪:০২ পিএম ইতোমধ্যেই পৃথিবীর সবচেয়ে ধনী অভিনেতার তকমা পেয়েছেন বলিউড কিং শাহরুখ খান। তবে সম্প্রতি তার এই বিপুল সম্পদ এবং পানমশলার বিজ্ঞাপন করা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠী। এক ভিডিওতে তিনি শাহরুখের বিপুল সম্পত্তির হিসাব তুলে ধরে প্রশ্ন তোলেন, এত ধনী হওয়া সত্ত্বেও কেন তাকে ক্ষতিকর পানমশলার প্রচার করতে হয়? সম্প্রতি বলিউড বাদশার সম্পত্তি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন ধ্রুব রাঠী। সেখানে তিনি জানান, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে শাহরুখ বর্তমানে ১.৪ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৪০০ কোটি টাকা। এই বিপুল অর্থের পরিমাণ যে সহজে কল্পনা করাও কঠিন, সে বিষয়েও ইঙ্গিত দেন তিনি। ধ্রুব রাঠী তার ভিডিওতে জানান, এই পরিমাণ...