আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে হোয়াইটওয়াশের দুঃখ এখনো ভুলেনি বাংলাদেশ দল। এরমধ্যেই শনিবার থেকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে লড়াইয়ে নামতে হবে মেহেদী হাসান মিরাজের দলের। এজন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে লাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম ও নাহিদ রানা। এ ছাড়া চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দলে না থাকা লিটন দাস নেই এবারও। দলে ফিরেছেন ভিসা জটিলতায় আফগানিস্তানের বিপক্ষে খেলতে সংযুক্ত আরব আমিরাতে যেতে না পারা সৌম্য সরকার। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলাম।আফগানিস্তানের বিপক্ষে সিরিজে নাঈম ও নাহিদ রানা খেলেছিলেন তৃতীয় ওয়ানডেতে। যে ম্যাচে ২৪ বল খেলে ৭ রান করে আউট হন নাঈম। একই ম্যাচে ৮.২ ওভার বল করে ৫৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন নাহিদ। দলে...