সাতটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্য গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন, চাঁদ মিয়া (৩০), জাহিদ মাতব্বর (২২) ও দিপু মালাকার (৩১)। এ সময় তাদের হেফাজত থেকে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। ডিবি সূত্রে জানা যায়, রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন মানিক মিয়া এভিনিউ রাস্তার পূর্ব প্রান্তে পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার পাশ থেকে গত ৫ আগস্ট দুপুরে মো. ফাহাদের (২৫) একটি সবুজ রঙের ১৫০ সিসি হিরো হাঙ্ক মোটরসাইকেল অজ্ঞাতনামা চোর বা চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় চুরির মামলা দায়ের করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ...