উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে এবছর চাঁদপুর জেলার ৬৯ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৪ হাজার ৩১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ছয় হাজার ৯৫৭ জন। পাশের হার ৪৮ দশমিক ৬২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ২৭৬ জন। এদের মধ্যে এগিয়ে আছেন মেয়েরা। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা সদরের কলেজগুলো থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। ৬৯ কলেজের মধ্যে একটি কলেজ থেকে ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কেউই পাস করেনি। জিপিএ ৫ এর মধ্যে এগিয়ে চাঁদপুর সরকারি মহিলা কলেজ। পাশের হারে এগিয়ে চাঁদপুর সরকারি কলেজ। চাঁদপুর সরকারি কলেজে সব বিভাগে অংশগ্রহণ করে ৫৪২ জন শিক্ষার্থী এর মধ্যে উত্তীর্ণ হয় ৪৯৩ জন। পাশের হার ৯০ দশমিক ৯৬ভাগ। চাঁদপুর সরকারি মহিলা কলেজে সব বিভাগ...