ক্যানসারে আক্রান্ত হয়েছেন গুণী নাট্যনির্মাতা মাতিয়া বানু শুকু। ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ পরিচালকের ঘনিষ্ঠজন নাট্যকার গোলাম রাব্বানী এসব তথ্য জানিয়েছেন। গোলাম রাব্বানী বলেন, “শুকু আপা-আতিক ভাই এই শহরে আমার দ্বিতীয় পরিবার। শুকু আপা গুরুতর অসুস্থ হয়ে চেন্নাইতে কেমোথেরাপি নিচ্ছেন। আতিক ভাই শুকু আপার সাথে আছেন। আরো ১২ সপ্তাহ চেন্নাইতে থাকতে হবে।”আরো পড়ুন:২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল, শাওনের সমবেদনাঅভিনেতা পঙ্কজ ধীর মারা গেছেন রোগ মুক্তি কামনা করে গোলাম রাব্বানী বলেন, “শুকু আপাকে আমি ‘আয়রন লেডি’ হিসেবেই মানি। দোয়া করি, দ্রুতই রোগ মুক্ত হয়ে আমাদের প্রিয় মানুষটি আমাদের কাছে ফিরে আসবেন।” মাতিয়া বানু শুকুর সঙ্গে তোলা কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে পরিচালক চয়নিকা চৌধুরী লেখেন, “মাতিয়া বানু শুকু আপু, অনেক ভালো থেকো তুমি। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। ভালোবাসা সবসময় তোমার...