বিদেশে উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়ায় কভার লেটার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কেবল একটি চিঠি নয় বরং আপনার অভিজ্ঞতা, আগ্রহ এবং ভবিষ্যৎ পরিকল্পনার সংক্ষিপ্ত পরিচয়পত্র। সিভির বাইরে আপনি কে, কেন আপনি সেই প্রতিষ্ঠান বা প্রোগ্রামের জন্য উপযুক্ত—সেসব বিষয় কভার লেটারে ফুটে ওঠে। অনেক সময় একই যোগ্যতার একাধিক প্রার্থী থাকলে কভার লেটারই হয়ে ওঠে নির্বাচনের অন্যতম ভিত্তি। তাই এটি তৈরি করতে হয় সচেতনভাবে এবং গুরুত্ব সহকারে। কভার লেটার লেখার প্রয়োজনীয়তা, প্রোফাইলকে শক্তিশালী করে তোলা এবং লেখার সময় কী কী বিষয় খেয়াল রাখা উচিত—এসব বিষয় নিয়ে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সিটি কলেজের স্নাতকের শিক্ষার্থী সোহীনি নদী। লিখেছেন আনিসুল ইসলাম নাঈম— আমার নিজের পড়াশোনার পথটা কখনোই খুব সোজা ছিল না। বাংলাদেশ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রে এসে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, প্রোগ্রাম পরিবর্তন করা, আর...