খবর টি পড়েছেন :১০৬সারাদেশের মতো শেরপুরেও প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। ১৬ অক্টোবর বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল অনুযায়ী, এইচএসসিতে এবার পাশের হার ৪৮.৬৯ শতাংশ, যা গত বছরের তুলনায় ১০.৬৮ শতাংশ কম। গত বছর (২০২৪ সালে) শেরপুরে পাসের হার ছিল ৫৮.০১ শতাংশ। জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ১৬৯ জন শিক্ষার্থী। এছাড়া জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেনি।জানা যায়, চলতি বছর এইচএসসি পরীক্ষায় জেলার ৩১টি কলেজ থেকে ৯টি পরীক্ষা কেন্দ্রে ৮ হাজার ৭৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৪ হাজার ৩৪ জন এবং মেয়ে শিক্ষার্থী ৪ হাজার ৭০৭ জন। তাদের মধ্যে মোট পাস করেছে ৪ হাজার ২৫৬ জন শিক্ষার্থী। যার মধ্যে ছেলে শিক্ষার্থী ১ হাজার ৬৪৬ জন এবং মেয়ে ২ হাজার ৬১০ জন। মেয়ে শিক্ষার্থীরা এবারও পাসের ক্ষেত্রে...