এক যুগ পর আবার এক হয়ে গান তৈরি করলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, গীতিকবি মাহমুদ মানজুর এবং কণ্ঠশিল্পী আরফিন রুমি। যাদের শুরু হয়েছিল ২০১০ সালের দিকে ‘ছায়া-ছবি’ সিনেমার সুবাদে। রাজের নির্মাণে আরিফিন শুভ ও পূর্ণিমা অভিনীত এই ছবির ‘পথ জানা নেই’ গানটি সুপার হিট হয়। এরপর নির্মাতা রাজের আলোচিত টিভি সিরিজ ‘ব্যাচেললরস দ্য ফ্যামিলি’, ‘ইডিয়টস’, পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘তারকাঁটা’, ‘যদি একদিন’সহ অনেক একক নাটকের গান তৈরি হয় মাহমুদ মানজুরের কথায় আরফিন রুমির কণ্ঠ-সুরে। এই ত্রয়ীর গান তৈরির প্রক্রিয়া অব্যাহত থাকলেও একযুগ পর কোনও টিভি সিরিজের টাইটেল গানে আবার তার এক হলেন। ২০১৩ সালে চ্যানেল নাইন-এ প্রচার হওয়া ‘ইডিয়টস’ সিরিজের পর রাজের নির্মাণ চলতি ‘এটা আমাদেরই গল্প’ মেগা ধারাবাহিকের টাইটেল সং লিখেছেন মাহমুদ মানজুর। তাতে সুর-সংগীত ও কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি।...