এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর যেসব শিক্ষার্থী প্রত্যাশা অনুযায়ী ফল পাননি, তাদের জন্য খাতা চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষণের সুযোগ রেখেছে শিক্ষা বোর্ডগুলো। তবে এবার আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে নয়, বরং অনলাইনের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। ওয়েবসাইটে (https://rescrutiny.eduboardresults.gov.bd/) প্রবেশ করে নির্ধারিত স্থানে রোল, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে। অতঃপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এ নম্বরে এসএমএস পাঠানো হবে। পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। ধাপ-১: শিক্ষার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত স্থানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর পূরণ করবেন এবং ড্রপ ডাউন মেনু থেকে নিজ নিজ বোর্ড নির্বাচন করবেন।...