মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা যতই বাড়ুক, মাতৃত্ব-পরবর্তী মানসিক স্বাস্থ্য—বিশেষ করে ‘পোস্টপার্টাম ডিপ্রেশন’—এখনও রয়ে গেছে এক অদৃশ্য সংকটে। সমাজ যখন নারীর অর্জনকে ব্যক্তিগত ও পেশাগত ক্ষেত্রে উদযাপন করছে, তখন মাতৃত্বের মানসিক চাপ, একাকিত্ব ও অবসাদ যেন এখনও অদৃশ্য, অবহেলিত এবং অবমূল্যায়িত। নতুন মায়েদের অদৃশ্য সংগ্রামনতুন মায়ের মানসিক সুস্থতা কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটি একটি জনস্বাস্থ্য ইস্যু, যার প্রতি জরুরি মনোযোগ প্রয়োজন। ইতিহাসে দেখা গেছে, শিল্পায়ন, যুদ্ধ কিংবা কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধির সময়েও নারীর ভূমিকা বেড়েছে পরিস্থিতির দাবিতে। তবু মাতৃত্ব, বিশেষ করে সন্তানের জন্মের পর প্রথম কয়েক মাস, সমাজ ও প্রতিষ্ঠানের কাছে এখনো ততটা মূল্যায়িত নয়। প্রসবের পর একজন মায়ের মানসিক চাপ কেবল শারীরিক ক্লান্তিতে সীমাবদ্ধ নয়। এটি জড়িয়ে থাকে নিরবচ্ছিন্ন সতর্কতা, ঘুমহীনতা, আবেগীয় পরিশ্রম এবং প্রতিনিয়ত সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তিকর প্রক্রিয়ার সঙ্গে।...