রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের বিরুদ্ধে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ, ভোটে বাধা, লাইনজ্যামিংসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের প্রার্থীরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর এবং জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন।এ সময় এ প্যানেলের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষাও উপস্থিত ছিলেন। শেখ নূর উদ্দিন আবীর বলেন, আমরা আশা করেছিলাম আনন্দমুখর পরিবেশে রাকসু নির্বাচন হবে। ৩৫ বছর পর এই নির্বাচন হচ্ছে। গত ১৭ বছর সুষ্ঠু নির্বাচন হয়নি। আমরা আশা করেছিলাম রাকসু নির্বাচনে অবাধ ও সুষ্ঠু পরিবেশ পাব। সকালেও আমরা বলেছিলাম নির্বাচন সুষ্ঠু হচ্ছে, কিন্তু পরবর্তীতে সেই পরিবেশ আর থাকেনি। তিনি অভিযোগ করেন, শিবির সমর্থিত...