২০২৫ সালের এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়েছে আজ ১৬ অক্টোবর। তবে এবার ফলাফলে দেখা গেছে পাশের হার অনেক কম। ১১টি শিক্ষা বোর্ডে এ বছর গড়ে পাশ করেছেন মোটে ৫৮.৮৩ শতাংশ শিক্ষার্থী। যা গেল বারের তুলনায় প্রায় ১৮.৯৫ শতাংশ কম। তবে এবারের প্রকাশিত ফলাফলে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে দেশের ক্যাডেট কলেজগুলো। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, দেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে অংশ নেওয়া ৫৮৯ জন শিক্ষার্থীর মধ্যে ৫৮৭ জনই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এবারের পাশের হার শতভাগ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৯.৬৬ শতাংশ। গতবারও এই ক্যাডেট কলেজগুলোর জিপিএ-৫ প্রাপ্তির হার ছিল ৯৯.৬৬ শতাংশ। ক্যাডেট কলেজগুলো হলো- ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ, সিলেট ক্যাডেট...