চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় হয়েছে। চলতি বছর পাসের হার এসেছে ৫২ দশমিক ৫৭ শতাংশ। যা গত বছরের চেয়ে প্রায় ১৮ শতাংশ কম। একইভাবে গতবছরের চেয়ে প্রায় ৪ হাজার কমে এবার জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৯৭ জন।সংশ্লিষ্টদের মতে, শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার পর গত তিন দশকে এত খারাপ ফল কখনো হয়নি। কর্তৃপক্ষ বলছে ওভার মার্কিং বন্ধ করা, জুলাই আন্দোলন ও তার পরবর্তী ঘটনাবলির কারণে ফলাফলের এই হাল।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে এবছরের এইচএসসির ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ ও সচিব এ কে এম সামছু উদ্দিন আজাদ।প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চট্টগ্রাম জেলা ও মহানগর, তিন পার্বত্য জেলা এবং কক্সবাজার মিলিয়ে পরীক্ষায় অংশ...