২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। এবার গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। সে হিসেবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এইচএসির ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে ঢাকার সেরা ১০ কলেজের মধ্যে ১ম স্থানে রয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ। এখানে মোট পরীক্ষার্থী ছিল ১৬৯৩ জন। পাস করেছে ১৬৯২ জন। পাসের হার ৯৯.৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২১৮ জন। ২য় স্থানে রয়েছে মাইলস্টোন কলেজ। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষার্থী ছিল ২৯৮১ জন, পাস করেছে ২৯৭৬ জন। পাসের...