র্যাগিং, মারামারি, মাদকসেবন ও ধর্ম অবমাননাসহ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরও সাতজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল বুধবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক নাজমুস সাদাত এ তথ্য জানান। নাজমুস সাদাত আরও জানান, গত ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভায় তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে শিক্ষার্থীদের ব্যাপারে এ সিদ্ধান্ত নেওয়া হয়। খুবি’র এক শিক্ষকের ওপর হামলার অভিযোগে বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী মোবারক হোসেন নোমানকে স্থায়ীভাবে বহিষ্কার, সনদ বাতিল ও ক্যাম্পাসে প্রবেশে আজীবনের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় মানবিক দিক বিবেচনা করে সনদ বাতিলের বিষয়টি শর্তসাপেক্ষে স্থগিত করা হয়। মাদক সেবন ও কারবারের অভিযোগে অর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষার্থী হাসান হাওলাদার এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আমিনুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার করা...