অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে মরক্কো ও আর্জেন্টিনা। সেমিফাইনালের রোমাঞ্চকর লড়াই শেষে প্রথমবারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করেছে মরক্কো। টানটান উত্তেজনার ম্যাচে তারা ৫-৪ ব্যবধানে টাইব্রেকারে হারিয়েছে ইউরোপীয় পরাশক্তি ফ্রান্সকে।অন্যদিকে, ২০০৭ সালের পর প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে নির্ধারিত সময়ের একমাত্র গোলটি করে জয় নিশ্চিত করে ডিয়েগো প্লাসেন্টের শিষ্যরা। দুই দলের জমজমাট এই ফাইনাল অনুষ্ঠিত হবে চিলির সান্তিয়াগোতে, সোমবার ভোর ৫টায় (বাংলাদেশ সময়)।এর আগে, সেমিফাইনালে দারুণ এক জয় পায় আর্জেন্টিনা। ম্যাচের শুরুতেই আক্রমণে যায় কলম্বিয়া। বাঁ দিক থেকে পেরেয়া দারুণ একটি মুভে আর্জেন্টিনার রক্ষণভাগ ভেদ করে ফেলেন। কানচিম্বো হেডে সুযোগ পেলেও গোলরক্ষক বার্বি চমৎকারভাবে তা প্রতিহত করেন। আর্জেন্টিনার প্রেস্টিয়ান্নি দারুণ সুযোগ তৈরি করলেও তার শটটি পোস্টের বাঁ পাশ ঘেঁষে বাইরে চলে যায়। এরপর আর্জেন্টিনার সারকো...