
বিখ্যাত কিশোর গোয়েন্দা সিরিজ ‘তিন গোয়েন্দা’-এর লেখক রকিব হাসানের মৃত্যুতে আবেগঘন পোস্ট দিয়েছেন দেশীয় মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি তুলে ধরেছেন তার কৈশোরের মধুর স্মৃতিগুলো, যা জড়িয়ে ছিল রকিব হাসানের লেখায় সৃষ্ট কিশোর, মুসা আর রবিনদের সঙ্গে। রকিব হাসানের প্রয়াণে নায়লা লিখেছেন,“ভালো লাগাগুলো মনে হয় চিরদিন থাকে না।” তিনি জানান, কয়েকদিন আগেই নিজের প্রিয় ‘তিন গোয়েন্দা’ সিরিজ নিয়ে পোস্ট করেছিলেন তিনি। কিন্তু সেই স্মৃতির স্রষ্টা রকিব হাসান যে এত দ্রুত চিরতরে হারিয়ে যাবেন, তা ভাবেননি। নায়লা লিখেছেন,“কিশোরী বয়সে সেই গল্পগুলোয় কিশোর পাশা, রবিন মিলফোর্ড, মুসা আমান আর জরজিনা পার্কার, এদের সাথেই যেন আমার বেড়ে উঠা। কল্পনায় নিজেকে সেসব চরিত্রের সাথে হারিয়ে ফেলাটা ছিলো অন্যরকম ভালোবাসা। এ যুগের ইন্টারনেট নিয়ে পরে থাকা ছেলেমেয়েরা বুঝবে না সেই...