জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ যুক্তিতর্ক উপস্থাপন শেষে প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম এই দাবি জানান। তিনি বলেন, '১৪০০ ছাত্র-জনতাকে হত্যার দায়ে' আসামিদের চরম দণ্ড দেওয়া উচিত। এ মামলার অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ইতোমধ্যে নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সাবেক আইজিপি মামুন তার জবানবন্দিতে ঘটনা সম্পর্কে সত্য প্রকাশ করেছেন বলে তারা মনে করেন। তার বিষয়ে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে। এ মামলার পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপনের জন্য প্রস্তুতি নিতে এক সপ্তাহ সময় আবেদন করেন।...