সম্প্রতি বার্লিনে আয়োজিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ২০২৫-এ অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। এই মঞ্চে প্রথম ভারতীয় নায়িকা হিসেবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি।সেখানে নারীদের স্বাস্থ্য নিয়ে সচেতনতার বার্তা দেন নায়িকা। বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে কৃতি বলেন, সারা বিশ্বে নারীদের সংখ্যা নেহাত কম নয়। জনসংখ্যার অর্ধেক নারী। কিন্তু তাদের স্বাস্থ্য নিয়ে কখনও কেউ মাথা ঘামায় না। এই সমস্যা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে। এই মানসিকতার পরিবর্তন আনতে হবে। মনে রাখতে হবে নারীদের স্বাস্থ্য একেবারেই হেলাফেলার বিষয় নয়। পরিবারের নারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে এই অভিনয়শিল্পী বলেন, মনে রাখবেন পরিবারের নারী সদস্যর স্বাস্থ্য সুরক্ষিত রাখলেই সে কিন্তু সবার যত্ন নিতে পারবেন। তাকে ছাড়া আপনার পরিবারের সবকিছুই অসম্পূর্ণ। তাই সময় থাকতেই তার যত্ন নিতে হবে। নারীদের স্বাস্থ্য সচেতনা জরুরি- উল্লেখ করে কৃতি বলেন, অনেক ক্ষেত্রেই বাল্যবিবাহ...