দীর্ঘ ৩৫ বছর পর আজ (বৃহস্পতিবার) সকাল থেকে শান্তিপূর্ণভাবে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে বিএনপি, যুবদল, ছাত্রদল, জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মী ও সমর্থকরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটা পর্যন্ত দুই দলের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় জড়ো হতে দেখা যায়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দু’দলের মধ্যে কোনো উত্তেজনা দেখা যায়নি। তারা বিভিন্ন স্পটে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা মেইনগেটের উল্টো পাশে অবস্থান নিয়েছে যুবদলের নেতাকর্মীরা, তার পাশে কাজলা পানির পাম্প এলাকায় অবস্থান নিয়েছে জামায়াত ও ছাত্র শিবিরের কর্মীরা, তার একশ মিটার দূরে বিশ্ববিদ্যালয় মেইনগেটের কাছাকাছি বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তালাইমারি, বিনোদপুর, অক্টোয়ের মোড় এলাকায় ঘুরেও বিএনপি, জামায়াতের নেতাকর্মীদের...