জাতীয় খেলা কাবাডিকে ঘিরে এবার বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আসছে এক ঐতিহাসিক আয়োজন। আগামী ১৫ থেকে ২৫ নভেম্বর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর।বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টটির ঘোষণা দিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। মূলত ভারতের হায়দরাবাদে আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের বিশ্বকাপ। কিন্তু আয়োজকরা পিছিয়ে গেলে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন (আইকেএফ) বিকল্প আয়োজক হিসেবে প্রস্তাব দেয় বাংলাদেশকে। দ্রুত সরকারের অনুমোদন পেয়ে আয়োজনের দায়িত্ব নেয় বাংলাদেশ কাবাডি ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘ভারতে আয়োজন স্থগিত হওয়ার পর আন্তর্জাতিক ফেডারেশন আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আলোচনা করে ইতিবাচক সাড়া দিই। সরকারের অনুমোদন পাওয়ার পরই আয়োজক হিসেবে দায়িত্ব গ্রহণ করি। ’ ১৪ দেশের এই...