বরিশাল বোর্ডে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফলে বড় ধরনের ধস নেমেছে। গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুটোই কমেছে।এবার বোর্ডের অধীনে ১২টি কলেজ থেকে কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। বিভাগে ছেলেদের তুলনায় মেয়েদের পাস বেশি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বোর্ডের ৩৪৯টি কলেজের ৩৭ হাজার ৬৬ জন শিক্ষার্থী ১৪৪টি কেন্দ্রে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১২টি কলেজের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। বিপরীতে মাত্র দুটি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। যে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি, সেগুলো হলো— বরগুনার বামনা সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বরিশাল সদরের কমার্স কলেজ, বাবুগঞ্জের মোহনগঞ্জ স্কুল অ্যান্ড...