নতুন রেকর্ড গড়ল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল চ্যাটজিপিটি। সামাজিক যোগাযোগ ম্যধ্যম এক্স’কে ছাড়িয়ে এবার সবচেয়ে বেশি ব্যবহার করা অ্যাপের তালিকায় শীর্ষে পৌঁছাল ওপেনআইয়ের নির্মিত এ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। চ্যাটজিপিটি ব্যবহারকারীর সংখ্যা এখন একশ কোটি ছুঁয়েছে। এ মাইলফলক প্রমাণ করে বিভিন্ন ধরনের এআই অ্যাপ এখন মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং এর জনপ্রিয়তা দিন দিন আরও বেড়েই চলেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। ‘ডিজিটাল ২০২৬’-এর নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে, চ্যাটজিপিটি, এআই স্টার্টআপ অ্যানথ্রপিক-এর ক্লড, মার্কিন সার্চ জায়ান্ট গুগলের এআই চ্যাটবট জেমিনাইয়ের মতো স্বতন্ত্র এআই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা এখন একশ কোটিরও বেশি। চ্যাটজিপিটি চালুর কেবল তিন বছরেরও কম সময়ের মধ্যে এ মাইলফলকে পৌঁছাল অ্যাপটি। ২০২২ সালের নভেম্বরে চালুর পর থেকে সে সময় ইতিহাসের সর্বোচ্চ দ্রুততার সঙ্গে জনপ্রিয়তা...