ভারতীয় জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত তাঁর সরল জীবনযাপনের জন্য পরিচিত, যা একবার তাঁকে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখে ফেলেছিল। ২০০৭ সালে তাঁর সুপারহিট ছবি ‘শিবাজী: দ্য বস’ মুক্তির কিছুদিন পর, সাফল্যের জন্য তিনি মন্দিরে পূজা দিতে মনস্থির করেন। ভিড়ের আশঙ্কা সত্ত্বেও, তিনি একটি আত্মজীবনীতে উল্লেখ করা এই ঘটনা অনুযায়ী, ছদ্মবেশে মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি একটি নোংরা, কোঁচকানো জামা, পুরনো লুঙ্গি, খয়েরী রঙের শাল এবং নকল দাঁত ব্যবহার করে এমন রূপ ধারণ করেন যে কেউ তাঁকে চিনতে পারেনি। মন্দিরের বাইরে একজন গরিব বৃদ্ধ ভেবে একজন মধ্যবয়সী গুজরাটি মহিলা তাঁকে দয়া করে ১০ টাকার একটি নোট দেন। কয়েক সেকেন্ডের জন্য থতমত খেলেও রজনীকান্ত সেই টাকাটি গ্রহণ করে মন্দিরে প্রবেশ করেন। এরপর পূজা শেষে তিনি যখন হাজার টাকা দক্ষিণা দিচ্ছিলেন, তখন ওই মহিলার সন্দেহ...