শুটিং সেটের ভিডিও প্রকাশের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সামাজিকমাধ্যম ফেসবুক পেজে একটি পোস্টে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। এই অভিনেতার কথায়, পারশ্রমিক নেওয়ার পরেও যারা নাটকের বিহাইন্ড দ্য সিন (বিটিএস) ভিডিও প্রকাশ করে ডলার কামানোর চেষ্টা করেন, বিষয়টা কতটুকু নৈতিক? তিনি আরও উল্লেখ করেন, নাটক তৈরির পেছনে যে সকল পেশাদাররা কাজ করেন- প্রযোজক, পরিচালক, সহকারী পরিচালক, সিনেমাটোগ্রাফার, স্ক্রিপ্ট রাইটার, মেকআপ আর্টিস্টসহ সবার পারিশ্রমিক দেওয়া হয়, এরপরও শুটিং চলাকালীন কিছু ব্যক্তি নিজেদের সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে, যা তাদের ব্যক্তিগত আয়ের উৎস হয়ে দাঁড়ায়। নিলয় আলমগীর বলেন, নাটকের প্রযোজক বা চ্যানেল মালিক টাকা ইনভেস্ট করে নাটক বানায়। ইউটিউব, ফেসবুক, টিভি, ব্র্যান্ডিং থেকে সেই টাকা উঠানোর চেষ্টা করে। সেই নাটকের অভিনয়শিল্পী থেকে শুরু করে...