মিসরের শারম আল শেখে সম্প্রতি অনুষ্ঠিত আঞ্চলিক নেতাদের শীর্ষ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ইরান ভালোভাবে নেয়নি। কারণ, সাম্প্রতিক মাসগুলোতে তিনি একদিকে যুদ্ধ অবসানের কৃতিত্ব নিচ্ছেন, অন্যদিকে ইরানের ওপর নিষেধাজ্ঞা, হুমকি ও বোমাবর্ষণের মতো কর্মকাণ্ড চালিয়ে গেছেন।ট্রাম্প যেন বুঝতে চাইছেন না যে, ভয় দেখিয়ে, অর্থনৈতিক অবরোধ দিয়ে বা ভুয়া ‘শান্তির’ বার্তা পাঠিয়ে ইরানকে নতি স্বীকার করানো সম্ভব নয়। ১৩ অক্টোবর শারম আল শেখে অনুষ্ঠিত সম্মেলনে বিশ্বের বহু রাষ্ট্রনেতা উপস্থিত ছিলেন, যদিও ইসরায়েল ও হামাস—দুই মূল পক্ষই অনুপস্থিত ছিল। ইরানও ওই অনুষ্ঠান প্রত্যাখ্যান করে। সম্মেলনে ট্রাম্প বহু অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলেছেন। যেমন—মিসরীয় যুদ্ধবিমান কীভাবে তাকে পাহারা দিয়ে নিয়ে গিয়েছিল, সেই গল্প করেছেন, ইতালির প্রধানমন্ত্রীকে তিনি ‘সুন্দরী’ বলেছেন, দাবি করেছেন ‘শুধু তার মতামতই গুরুত্বপূর্ণ’, এমনকি বলেছেন তার নোবেল শান্তি পুরস্কার...