লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে নাট্যসংগঠন থিয়েটার আয়োজন করেছে তাদের জনপ্রিয় প্রযোজনা ‘বারামখানা’-র বিশেষ প্রদর্শনী। আগামী ১৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটকটি। এই বিশেষ প্রদর্শনীটি উৎসর্গ করা হয়েছে সম্প্রতি প্রয়াত লালন সঙ্গীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের স্মৃতির উদ্দেশ্যে। লালন সাঁইয়ের জীবনদর্শন, ভাববাদ এবং মানবতাবাদের অনুপ্রেরণায় নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার, নির্দেশনা দিয়েছেন খ্যাতিমান অভিনেত্রী ও নির্মাতা ত্রপা মজুমদার। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, শেকানুল ইসলাম শাহী, মারুফ কবীর, আপন আহসান, তানজুম আরা পল্লী, রাশেদুল আওয়াল শাওন এবং ত্রপা মজুমদার...