যক্ষ্মা বা টিউবারকুলোসিস (টিবি) শুধু ফুসফুসকে আক্রান্ত করে না। রক্তপ্রবাহের মাধ্যমে এটি হাড়েও পৌঁছাতে পারে, বিশেষ করে মেরুদণ্ডে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় স্পাইনাল টিউবারকুলোসিস বা পট’স ডিজিজ। সময়মতো চিকিৎসা না করলে এটি স্থায়ী পঙ্গুত্বের কারণও হতে পারে। স্পাইনাল টিবি-র জন্য দায়ী জীবাণু হলোমাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যা ফুসফুসের টিবি-র জন্যও পরিচিত। প্রাথমিক সংক্রমণের পর এটি রক্তের মাধ্যমে মেরুদণ্ডে ছড়িয়ে পড়ে। সাধারণত পিঠের নীচের অংশ বা থোরাসিক স্পাইন বেশি আক্রান্ত হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে ঝুঁকি আরও বেড়ে যায়। যেমন—অপুষ্টি, ডায়াবেটিস, এইচআইভি সংক্রমণ বা এমন ওষুধ যা শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। প্রাথমিক পর্যায়ে উপসর্গ অস্পষ্ট থাকায় রোগ ধীরে ধীরে প্রকট হয়। তবে কিছু সতর্কতা জরুরি: ব্যথা: পিঠ বা কোমরে একটানা ব্যথা, যা বিশ্রাম নিলেও কমে না এবং রাতে বাড়তে পারে।...