গীতিকবি মাহমুদ মানজুর বলেন, রাজ কাকা আর রুমি মামা আমার জন্য যেন আশীর্বাদ। আমরা দূর থেকেও একে অপরকে খুব ভালোভাবে বুঝি, তাই কাজ সহজ হয়। ১২ বছর পর আবার একসঙ্গে সিরিজের টাইটেল সং করতে পেরে ভীষণ আনন্দ লাগছে।নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘গানটি প্রকাশের পর থেকেই অসাধারণ সাড়া পাচ্ছি। নাটকটি প্রচারে এলে প্রতিক্রিয়া আরও বেড়ে যাবে, কারণ পুরো গল্পের আবহেই গানটির প্রতিধ্বনি থাকবে। তারকাবহুল মেগা সিরিজ ‘এটা আমাদেরই গল্প’ শিগগিরই সম্প্রচার শুরু হবে চ্যানেল আই-এর পর্দায়। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল...