বড় ধরনের অনিয়ম বা গোলযোগ ছাড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এই সময়ের মধ্যে যারা কেন্দ্রের চৌহদ্দিতে আছেন, তারা ৪টার পরও ভোট দিতে পারছেন। নির্বাচন কমিশনার অধ্যাপক পারভেজ আজহারুল হক বিকাল সোয়া ৩টায় গণমাধ্যমে বলেন, ‘বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হবে। তবে ৪টার মধ্যে যারা লাইনে দাঁড়াবেন, তাদের ভোট নেওয়া হবেবিশেষব্যবস্থায়। ৪টার পর লাইনের দাঁড়ানোর সুযোগ থাকবে না। ভোটকেন্দ্র ৪টায় বন্ধ করা হবে।’ কত শতাংশ ভোট পড়েছে তা বিকালে নির্বাচন কমিশন জানাবে বলে জানানতিনি। ভোট গণনার বিষয়ে অধ্যাপক পারভেজ আজহারুল হক বলেন, ‘৫টায় ভোট গণনা শুরুর কথা থাকলেও ৬টায় ভোটগণনা শুরু হবে।’ ভোট গণনা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে ফল...