১৬ অক্টোবর ২০২৫, ০৩:৪৯ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০৪:১২ পিএম চাকসুর ভিপি পদে নির্বাচিত হওয়া ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মো. ইব্রাহিম হোসেন রনি বলেছেন, ‘আমরা সত্যিকারের স্বপ্নের ক্যাম্পাস তৈরি করতে চাই। আমরা চাই সবাইকে নিয়ে সুন্দরভাবে চাকসু পরিচালনা করতে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় চাকসু সারা দেশে দৃষ্টান্ত হয়ে থাকবে।’ আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৬টার দিকে ক্যাম্পাসে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হওয়া চাকসু নির্বাচনে ২৬ পদের মধ্যে ভিপি জিএসসহ ২৪ পদে জয়লাভ করে শিবির। ইব্রাহিম বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শিক্ষার্থী ভাই-বোনদের প্রতি। তারা আমাদের ওপর আস্থা রেখেছেন। যে দায়িত্ব শিক্ষার্থীরা আমাদের ওপর দিয়েছেন, তা সম্পূর্ণ আমাদের জন্য আমানত। আমরা চাই,...