চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলে ৯টি সাধারণ ও মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। তবে এবার মাদ্রাসা বোর্ডে পাশের হার সর্বোচ্চ। এবারের পাশের হার ৭৫ দশমিক ৬১। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয় থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করার পর বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবারও ভালো রেজাল্ট করেছে রাজধানীর নটর ডেম কলেজ। তিন বিভাগে মিলিয়ে মোট ৩ হাজার ২৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩ হাজার ২২৬ জন উত্তীর্ণ এবং ২৫ জন অনুত্তীর্ণ। কলেজটির পাসের হার প্রায় ৯৯ দশমিক ২৩ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগের ৭৪১ জন শিক্ষার্থী উত্তীর্ণ,...