
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সিলেট বোর্ডে গত সাত বছরের মধ্যে সর্বাধিক ফল বিপর্যয় হয়েছে। এবারের পরীক্ষায় ইংরেজি বিষয়ে পাসের হার ৬৪ দশমিক ৫৩ শতাংশ।গত বছর এই বিষয়ে পাসের হার ছিল শতভাগ। দ্বিতীয় সর্বনিম্ন পাসের হার আইসিটিতে ৮০.৮৭ শতাংশ। গত বছর ছিল ৮৭.৭৮ শতাংশ। এই দুই বিষয়ে কম পাসের হারই সামগ্রিক ফলাফলকে টেনে নামিয়েছে বলে দাবি করেছেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী। তিনি বলেন, সিলেট বোর্ডের অধীনে মফস্বল এলাকাগুলোয় ভালো ইংরেজি শিক্ষক নেই। তাছাড়া শহরের মতো কোচিংয়ের সুবিধাও শিক্ষার্থীরা পায় না। সে কারণেই মফস্বলের শিক্ষার্থীরা ইংরেজি ও আইসিটিতে বেশি খারাপ করেছে, যা সামগ্রিক ফলাফলে প্রভাব ফেলেছে। তবে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। হিসাববিজ্ঞান:পাসের হার ৬৮ দশমিক ১১ শতাংশ (গত বছর ৭৪ দশমিক...