কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের সঙ্গে তার স্ত্রী রিয়ামনির সম্পর্ক ভালো যাচ্ছে না—এমন গুঞ্জনের মধ্যেই আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রিয়ামনি ফেসবুক লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে একগুচ্ছ গুরুতর অভিযোগ এনেছেন। এ সময় তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। রিয়ামনি অভিযোগ করেন, তাদের সংসার করা অবস্থায়ই হিরো আলম 'মিথিলা' নামের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়ান। সেই নারী পরবর্তীতে হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ মামলাও দায়ের করেন। এসব ঘটনার জেরে রিয়ামনি তাকে ত্যাগ করার সিদ্ধান্ত নিলে হিরো আলম আত্মহত্যার (সুইসাইড) চেষ্টা করেন। তিনি দাবি করেন, এর ফলে বাধ্য হয়ে তিনি হিরো আলমের সংসারে থেকে যান, কিন্তু হিরো আলম তার চরিত্র বদলাননি। লাইভে রিয়ামনি দাবি করেন, হিরো আলম তাকে 'ধ্বংস করে দেবে' বলে হুমকি দিয়েছেন। তিনি বলেন, "আমি আর নিতে পারছি না। আলম আমাকে বলছে...