রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণে এক গুচ্ছ অভিযোগ জানিয়েছে শিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। পাশাপাশি এসব অভিযোগ আমলে না নেওয়ায় নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলেও মন্তব্য করেছেন তারা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই মন্তব্য করেন। সংবাদ সম্মেলেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কিছু ছোট-খাটো অভিযোগ ছাড়া এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হচ্ছে। আমরা অংশীদারদের সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানাই। অনিয়মের বিষয়ে জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা বলেন, সকাল থেকে বেশ কিছু অনিয়ম আমাদের চোখে ধরা পড়েছে। ভোটারদের হাতে যে অমোছনীয় কালি ব্যবহার করা হয়েছে, সেটি ভোট দিয়ে...