কৈশোর জীবনের এক পরিবর্তনের অধ্যায়। এই বয়সে শরীর যেমন দ্রুত বদলে যায়, তেমনি ত্বকেও দেখা দেয় নানান পরিবর্তন। তৈলাক্তভাব, ব্রণ, ‘ব্ল্যাকহেডস’, শুষ্কতা ইত্যাদি ত্বকের সৌন্দর্য নষ্ট করে। এখনকার কিশোর-কিশোরীরা ত্বকের যত্নে আগ্রহী। তবে ‘ভাইরাল ট্রেন্ড’ দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ছে। রূপবিশেষজ্ঞ শারমিন কচি জানিয়েছেন, এই বয়সে ত্বকের যত্নে জটিল কিছু নয় বরং প্রয়োজন সহজ, নিয়মিত ও সঠিক যত্ন। এ বিষয়ে তিনি বলেন, “ত্বকের যত্ন আসলে জন্মের পর থেকেই বিশেষজ্ঞদের পরামর্শে শুরু হওয়া উচিত। কারণ ত্বকও শরীরের অন্য অঙ্গের মতো যত্ন চায়।" তিনি বলেন, "বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যত্নের ধরন পাল্টাতে হয়। তবে নরম ও অতি-শক্তিশালী উপাদানবিহীন পণ্যই কিশোরদের জন্য উপযুক্ত।" “প্রায় ১১ বা ১২ বছর বয়স থেকেই ত্বকের যত্নে সহজ অভ্যাস গড়ে তোলা উচিত। আর শুরুতে তিনটি ধাপই যথেষ্ট। ত্বক...