ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ জানিয়েছেন, বাংলাদেশে দায়ের হওয়া মোট মামলার প্রায় ৮০ শতাংশই ভূমি সংক্রান্ত। এই মামলাগুলি মূলত জমির মালিকানা, দখল, হস্তান্তর বা অন্যান্য বিরোধের কারণে আদালতে জমা হয়। এসব মামলা দেওয়ানি বা ফৌজদারি উভয় ধরনের হতে পারে এবং এর মাধ্যমে জমির সঠিক মালিকানা নির্ধারণ, অবৈধ দখল থেকে মুক্তি ও আইনি অধিকার প্রতিষ্ঠা করা হয়। সিনিয়র সচিব বলেন, মন্ত্রণালয় ও এর অধীন কর্মরত কর্মকর্তা-প্রতিনিধিদের ভূমি আইন সম্পর্কে ভালো জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। কারণ এটি ভূমির বৈধ অধিকার সুরক্ষা, জালিয়াতি ও দখল প্রতিরোধ, ভূমি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি এবং সরকারি ক্ষতিপূরণ ও পুনর্বাসনের সুবিধা নিশ্চিত করে। সিনিয়র সচিব আরও বলেন, দেশে জমির অব্যবস্থাপনা, ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, নগরায়ন,...