১৬ অক্টোবর ২০২৫, ০৩:০৯ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০৩:০৯ পিএম মাদক, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখে খেলাধুলা। তাই তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়াতে নওগাঁর নিয়ামতপুরে সন্তোষপাড়া যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে দিনব্যাপী আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনভর এ খেলা অনুষ্ঠিত। পরে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে ট্রফি, ফুটবল ও জার্সি তুলে দেয়া হয়। তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়াতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলছেন স্থানীয়রা। উপজেলার চন্দননগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাহেব আলীর সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য শামসুদ্দিন আহম্মেদ, ইসাহাক আলী। দিনব্যাপী ৮টি টিমের এই ফুটবল টুর্নামেন্টে জেলার ৮টি উপজেলার ফুটবল টিম অংশগ্রহণ করেন। ফাইনালে নিয়ামতপুরকে ২-০ গোলে...