নতুন আইপ্যাড ও ম্যাকবুক প্রো’সহ ভিশন প্রো হেডসেটের উন্নত সংস্করণ বাজারে আনছে অ্যাপল। তিনটি ডিভাইসেই অ্যাপলের নতুন ‘এম৫’ চিপ ব্যবহার করেছে আইফোন নির্মাতা কোম্পানিটি। অ্যাপল বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্পর্কিত কাজের পারফরমেন্স উন্নত করার জন্য বিশেষভাবে তৈরি এই নতুন চিপ বিভিন্ন ডিভাইসকে আরও স্মার্ট ও শক্তিশালী করে তুলবে। এর আগে কখনও আপডেট পায়নি অ্যাপলের ভিশন প্রো হেডসেট। এবারই প্রথম হেডসেটটি আপডেট করছে অ্যাপল। কোম্পানিটি এ অগমেন্টেড রিয়ালিটি বা এআর হেডসেটটি প্রথম বাজারে আনার ঘোষণা দিয়েছিল ২০২৩ সালের গ্রীষ্মে। গত বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে প্রথম বাজারে আসে হেডসেটটি। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে লিখেছে, হেডসেটটির নতুন আপডেটে ‘এম২’ চিপের জায়গায় নতুন এম৫ চিপ ব্যবহার করেছে অ্যাপল। ফলে, বিভিন্ন অ্যাপের পারফরমেন্স বা গতি ও কার্যসক্ষমতা আরও ভালো এবং গ্রাফিক্স বা ছবির মান...