
পাসপোর্ট বিদেশে আপনার নাগরিকত্বের মূল প্রমাণ এবং বৈধতা নির্ধারণের গুরুত্বপূর্ণ দলিল। তাই ব্যক্তিগত প্রয়োজনে সর্বদা এর ফটোকপি বা ডিজিটাল কপি সংরক্ষণ করা অপরিহার্য। তবে গুরুত্বপূর্ণ এই নথিটি হারিয়ে গেলে বা চুরি হলে আতঙ্কিত না হয়ে দ্রুত সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি। বিদেশে পাসপোর্ট হারিয়ে গেলে প্রথমে যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখানকার স্থানীয় পুলিশকে দ্রুত জানাতে হবে এবং পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরি (GD) করতে হবে। প্রমাণাদির অভাবে আইনি জটিলতা বা কারাবাসের ঝুঁকি এড়াতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর দ্রুততম সময়ে নিকটস্থ বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে হবে। সঙ্গে যদি পাসপোর্টের ফটোকপি এবং রোডপাস বা চলাচলের প্রত্যয়নপত্র থাকে, তবে নতুন পাসপোর্ট তৈরি বা দেশে ফেরার জন্য দূতাবাস থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া সহজ হবে। ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভ্রমণ করলে তারা বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করবে।...