জুলাই সনদের আইনি ভিত্তি, বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের প্রশ্ন চূড়ান্ত না হলে এই সনদের স্বাক্ষরের 'আনুষ্ঠানিকতায়' অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা জানান। এনসিপির আহ্বায়ক বলেন, গতকাল আমাদের সদস্যসচিবের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের সভায় অংশ নেয়। তারা বলেছেন, আমরাও অনানুষ্ঠানিকভাবে সরকারকে ও ঐকমত্য কমিশনকে জানিয়েছি যে আনুষ্ঠানিকতা করার প্রয়োজন নেই। আমরা দেখেছি জুলাই ঘোষণাপত্রের সময় আইনি ভিত্তি হয়নি, সেটার টেক্সট নিয়ে এক ধরনের প্রতারণা করা হয়েছে। যেটা দেখানো হয়েছিল, ঘোষণাপত্র পাঠের সময় সেটা পরিবর্তিত ছিল, কমপ্রোমাইজড একটা ডকুমেন্ট হয়েছে। নাহিদ ইসলাম বলেন, তাই আমরা আরেকটা এমন ঘটনা সাক্ষী হতে চাই না যেটার আসলে কোনো অর্থ নেই। আমরা আইনি ভিত্তি এবং আদেশের...